অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
নাটিকা : সুখী মানুষ- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
- ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘নাটিকা : সুখী মানুষ’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩২। উদ্দীপকের কোন ভাবটি ‘সুখী মানুষ’ নাটিকায় প্রকাশ পেয়েছে?
ক) অন্যায়কারী স্রষ্টার বর পায়
খ) অন্যায়কারী ও প্রশ্রয়দাতা সমান দোষী
গ) অনৈতিক পথ বর্জন করা উচিত
ঘ) অবৈধ দখলদাররা অশান্তিতে ভোগে
৩৩। ‘সুখী মানুষ’ নাটিকায় যে কয়টি চরিত্র ও দৃশ্য আছে-
i) পাঁচটি ও দু’টি
ii) তিনটি ও দু’টি
iii) পাঁচটি ও তিনটি
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৩৪। লোকটি পাগলের মতো কী করছে?
ক) হাসছে
খ) বক বক করছে
গ) দৌড়াচ্ছে
ঘ) চিৎকার করছে
উত্তর : ৩২. গ, ৩৩. ক, ৩৪. ক।